পাকিস্তানের দু'টি হিন্দু নাবালিকাকে কেন্দ্র করে দুই দেশের সরকারের মধ্যে বাকযুদ্ধ শুরু

পাকিস্তানের দু'টি হিন্দু নাবালিকাকে কেন্দ্র করে দুই দেশের সরকারের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।

আজ রবিবার ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সোশ্যাল মিডিয়ায় জানান, আমি খবর পেয়েছি যে, পাকিস্তানে দু'টি হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি ইসলাবাদের ভারতীয় দূতাবাসের কাছে বিশদ জানতে চেয়েছি। সঙ্গে সঙ্গে পাকিস্তানের তথ্য মন্ত্রী চৌধরী ফাওয়াদ হুসেইন বলেন, এটা তাঁর দেশের অভ্যন্তরীণ ব্যাপার। জবাবে সুষমা স্বরাজ লেখেন, যে কারণে ভারতে সংখ্যালঘু নির্যাতন হলে পাকিস্তানের মাথা ব্যথা হয়, এটাও তেমনই। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ১৩ বছরের রবীনা আর ১৫ বছরের রীনা নামে দুই বোনকে হোলির দিন অপহরণ করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা আর বিয়ের বয়েস হওয়ার আগেই জোর করে বিয়ে দেওয়ার ঘটনার তদন্ত এবং মেয়ে দুটিকে অবিলম্বে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট