আফগানিস্তানের শান্তি আলোচনা নিয়ে, পাকিস্তান আশাবাদী 

পাকিস্তানের সামরিক বাহিনী, সোমবার আশা ব্যক্ত করে যে, পার্শ্ববর্তী দেশ, আফগানিস্তানে থেমে থাকা শান্তি আলোচনা আশাব্যঞ্জকভাবে এগিয়ে চলেছেI যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান, জেনারেল কেনেথ মেকেঞ্জি'র সঙ্গে আফগানিস্তানের যুদ্ধে অংশরত দলগুলির শান্তি ও রাজনৈতিক সংহতির প্রয়াস নিয়ে আলোচনার পর, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র, মেজর জেনারেল বাবর ইফতেখার এই মন্তব্য করেনI

এই বিবৃতি দেয়া হয়, যখন প্রেসিডেন্ট বাইডেন তাঁর পূর্বসূরি, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেয়া পহেলা মে তারিখের মধ্যে, ২৫০০ বাদবাকি সেনা প্রত্যাহার করবেন, না করবেন না, সেই সিদ্ধান্ত নিতে চলেছেনI

জেনারেল ইফতেখার বলেন, পাকিস্তান, আফগানিস্তানের শান্তি প্রয়াসে সহায়তা দিচ্ছে, কারণ, তাদের দেশের শান্তির সঙ্গে আমাদের শান্তি ওতপ্রোতভাবে জড়িতI