পাকিস্তানে ইসলাম বিরোধী ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত খৃষ্ট ধর্মানূসারী এক নারী এখন দেশ ছেড়ে চলে গিয়েছেন ব’লে খবরাখবরে বলা হ’চ্ছে । আসিয়া বিবির দেশত্যাগের এ খবর আজ বুধবার পাকিস্তানের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ব’লে জানা গিয়েছে । বার্তা সংস্থা রয়টার্স ব’লছে – ঐ নারীর উকিল সাইফ উল মুলকের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন – তিনি ক্যানাডার উদ্দেশে দেশত্যাগ করেন – ওখানে তাঁর পরিবারের জন্যে আশ্রয় মঞ্জুর করা হয়েছে । আসিয়া বিবি দু’ হাজার নয় সালে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হন – পানজাব প্রদেশে, ক্ষেতে অন্যান্য নারীদের সঙ্গে মিলে কাজ করার সময় তিনি হযরত মোহাম্মদ সাল্লেল্লাহো আলাইহে ওয়া সাল্লামের নামে কটুক্তি ক’রেছিলেন ব’লে অভিযোগ ওঠে এবং তাঁকে ধর্ম অবমাননার দায়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয় । ঐ নারী পানির কলস ছুঁয়ে ফেলেছিলেন এবং সঙ্গের নারীরা খৃষ্ট ধর্মানূসারী একজনের ছুঁয়ে ফেলা ঐ কলস থেকে পানি পানে অসম্মতি জানানোয় যে বচসার সূত্রপাত ব’লে বলা হয়, তারই সূত্র ধ’রে পরের নছর আদালতে তাঁর বিচার হয় এবং শাস্তি হিসেবে তাঁর মৃত্যুদন্ড নির্ধারণ করা হয় । দু’হাজার সতেরো সালে পাকিস্তান সূপ্রিম কোর্টের এক রায়ে তাঁর মৃত্যুদন্ড খারিজ হয়ে যায় । সূপ্রিম কোর্টের ঐ রায়ের প্র্রতিক্রিয়ায় পাকিস্তান জুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয় কট্টর ইসলামিক রাজনৈতিক দল তাহরীকে লাবাবায়েক পাকিস্তানের নেতৃত্বে ।