পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে আফগান সীমান্তের কাছে দেশের উত্তর পশ্চিমের উপজাতীয় এলাকায় বিমান হামলায় ২৩জন চরমপন্থী নিহত হয়।
রবিবার এক সামরিক বিবৃতিতে বলা হয় খাইবার ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের বিমান বাহিনী অস্ত্রসরঞ্জাম ও গোলা বারুদ রাখার এক বিশাল স্থাপনায় হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয় যে কয়েকজন বিদেশিও নিহত হয়। তারা ওই বিদেশিদের পরিচয় বা কাদের জন্য তারা লড়ছিলো তা প্রকাশ করেনি।
পাকিস্তানি তালেবান এবং তাদের উপদল লাশকারে ইসলামের সদস্য চরমপন্থীদের শক্তঘাটি বলে খাইবার এলাকা দীর্ঘ দিন ধরে পরিচিত।
প্রত্যন্ত ওই এলাকায় সাংবাদিকদের যেতে দেওয়া হয়না তাই স্বতন্ত্র সূত্রে সেনা বাহিনীর দাবি যাচাই করা যায়নি।