পাকিস্তানের উত্তেজমাপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলে আমেরিকান ড্রোন হামলায় অন্তত ৫জন চরমপন্থী নিহত হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল গ্রামে, আফগান সীমান্তের কাছে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে। উত্তর ওয়াজিরিস্তান হচ্ছে আল কায়দা ও তালিবান সংশ্লিষ্ট যোদ্ধাদের শক্তঘাটি।
গত মাসে একই এলাকায় দুটি হামলায় অন্তত ২৬জন নিহত হয়।