আফগানিস্তান বলছে, তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছে

FILE - In this undated image released by the FBI, Mullah Omar is seen in a wanted poster. An Afghan official said his government is examining claims that reclusive Taliban leader Mullah Omar is dead.

আফগান কর্মকর্তারা বলছেন, তালেবান নেতা মোল্লা ওমর দুই বছরের বেশি সময় আগে পাকিস্তানে মারা গেছে। আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার মুখপাত্র আব্দুল হাসিব সিদ্দিকি বলেন, করাচির এক হাসপাতালে তিনি খুব অসুস্থ অবস্থায় ছিলেন এবং সন্দেহজনক কারণে মারা যান। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি, ঐ মৃত্যুর খবর কতদিন ধরে তারা জানতেন, তাও তিনি বলেননি। তালেবান গোষ্ঠী অবশ্য দাবী করছে, মোল্লা ওমর জীবিত।