রবিবার চারটি দেশ সোচি অলিম্পিকস খেলায় স্বর্ণ পদক পেয়েছে

নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, সুইটজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকস ক্রীড়া অনুষ্ঠানে স্বর্ণ পদক পেয়েছে।

নেদারল্যান্ডসের স্পিডস্কেটার আইরিন উস্ট মেয়েদের ৩ হাজার মিটার দৌড়ে জয়লাভ করেন। তিনি চেক প্রজাতন্ত্র ও রাশিয়ার স্পিডস্কেটারদের পরাজিত করেন।

পুরুষদের Alpine skiing downhill এ শীর্ষ পুরষ্কার পান অস্ট্রিয়ার ম্যাথায়েস মায়ার।

সুইটজারল্যান্ডর ডারিও কলোনা পুরুষদের ৩0-কিলোমিটার cross country skiathlon জয়লাভ করেন।

আর যুক্তরাষ্ট্রের জেমি অ্যান্ডারসেন মহিলাদের snowboarding slopestyle প্রতিযোগিতায় ফিনল্যান্ড ও ব্রিটেনের ক্রীড়াবিদদের পরাজিত করে শীর্ষ পুরষ্কার লাভ করেন।