উসেইন বোল্ট ১০০ মিটার দৌড়ে আবার সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন

Usain Bolt de la Jamaïque court à côté de James Dasaolu de la Grande-Bretagne lors de 100 mètres-messieurs aux Jeux Olympiques d'été de 2016 au stade olympique à Rio de Janeiro, au Brésil, 13 août 2016.

উসেইন বোল্ট পরপর তিনটি অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন। জ্যামাইকার এই অ্যাথলিট ৯.৮১ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন। আমেরিকার জাস্টিন গ্যাটলিন দ্বিতীয় অবস্থান ধরে রাখেন। প্রথম ৫০ মিটারে উসেইন পিছিয়ে থাকলেও যথারীতি পরের ৫০ মিটারে তিনি সহজেই সবাইকে ছাড়িয়ে যান। ওদিকে জিমন্যাস্টিকে নিজের তৃতীয় সোনা জিতলেন আমেরিকার কিশোরী সিমন বাইলস। ভারতের দীপা কর্মকার একটুর জন্য পদক জিততে পারেননি।

রিও-তে অবস্থানরত সাংবাদিক রাকিবুল হাসানের সাথে কথা বলেছেন আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

olympic