বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হামিদ আর নেই

বাংলাদেশের ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ, শনিবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
ধারাভাষ্যকার হিসেবে তাঁর খ্যাতি ছাড়াও, আব্দুল হামিদ একজন ক্রীড়া সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক আমাদের সময়ের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক এবং জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রিপোর্ট