পারমানবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা থেকে বেরিয়ে আসবে: ওবামা

মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য একটি পারমানবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে যদি না তিনি এ ব্যাপা রে নিশ্চিত হন যে এর ফলে ইরানের পারমানবিক অস্ত্র নির্মাণের পথ রুদ্ধ হয়েছে।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মি ওবামা বলেন যে ইরানকে তার পারমানবিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করার জন্য অবশ্যই একটি শক্তিশালী , কঠোর , যাচাইযোগ্য ব্যবস্থার ব্যাপারে একমত হতে হবে। তিনি বলেন এ বছরে আরও আগের দিকে তেহরান সরকার যুক্তরাষ্ট্র এবং পাচটি বিশ্ব শক্তির সঙ্গে যে রূপরেখা সমঝোতায় পৌছেছে সেটি তেহরানকে মেনে চলতে হবে। ঐ সমঝোতায় বলা হয়েছে যে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করছে কী না সেটা দেখার জন্যে পরিদর্শকরা ইরানের পারমানবিক ক্ষেত্রগুলো পরিদর্শন করতে পারবেন। তিনি বলেন শেষ পর্যন্ত বিষয়টা নির্ভর করছে ইরানিদের উপর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর বলছে যে দীর্ঘ মেয়াদি নিস্পত্তিতে পৌছুনোর জন্যে অন্তবর্তী সমঝোতা অনুযায়ী আরো সময় নেবার জন্যে ইরানি আলোচকরা ৭ই জুলাই পর্যন্ত আলোচনার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ দিকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর নের্তৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা অব্যাহত রেখেছেন।