ওবামা ২ হাজার ১৭ অর্থ বছরে এক লক্ষ দশ হাজার শরনার্থী আসার লক্ষমাত্রা নির্ধারন করেছেন

প্রেসিডেন্ট বারাক ওবামা ২ হাজার ১৭ অর্থ বছরে এক লক্ষ দশ হাজার শরনার্থীর যুক্তরাষ্ট্রে আসার একটা লক্ষমাত্রা নির্ধারন করেছেন।এই সংখ্যাটা আগে তিনি যাই নির্ধারণ করেছিলেন তার চেয়ে দশ হাজার বেশি এবং চলতি বছরের তুলনায় প্রায় তিরিশ শতাংশ বাড়তি।গতকাল মঙ্গলবার কংগ্রেসের সেনেট সভায় জুডিশিয়ারী কমিটির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠককালে নতুন পুন:নির্ধারিত এ সংখ্যার কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি- জানিয়েছে বিভিন্ন সংবাদ সূত্র তাদের প্রকাশিত খবরাখবরে। ওবামার মতো এমোন উচ্চহারের পুন:নির্ধারিত সংখ্যা এর আগে শেষবার শোনা গিয়েছিলো বিল ক্লিনটনের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ১৯ শ’ ৯৫ সালে- ঐ সময় ক্লিনটন এক লক্ষ বারো হাজার শরনার্থী নিতে সম্মতি দিয়েছিলেন। দু’ হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র কেবলই ৭০ হাজার শরনার্থী আসতে দিয়েছিলো।