যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা এশিয়ায় তাঁর চারটি দেশ সফরের তৃতীয় পর্যায়ে মালায়শিয়ার প্রধান মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। গত ৫ দশকে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট দক্ষিণপূর্ব এশিয়ার ঐ দেশে প্রথম সফরে গেলেন।
রোববার এক যুগ্ম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক, নিখোঁজ মালায়শিয়ার বিমানের তল্লাশিতে আমেরিকানদের সাহায্যের জন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিখোঁজ বিমানের তল্লাশিতে সম্ভাব্য সকল সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন মিঃ ওবামা। সাত সপ্তাহ ধরে বিমানটি নিখোঁজ।
দুই নেতা বলেছেন তাঁরা এবিষয়ে একমত হয়েছেন যে তাদের উচ্চ পর্যায়ের সম্পর্ককে ‘সার্বিক শরিকানায়’ পরিনত করা এবং আন্ত প্রশান্ত মহাসাগরীয় অংশীদারীত্ব বানিজ্যিক চুক্তি ও পারমানবিক প্রসার রোধ সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করা। এর আগে মালায়েশিয়া দুটি বিষয়েই বিরোধীতা করে।
মালায়শিয়ার মানবাধিকার রেকর্ড সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, মিঃ ওবামা বলেন মানবাধিকা্রের ক্ষেত্র ঐ দেশ অগ্রগতি সাধন করেছে কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রেরও কাজ বাকি আছে।
রোববার এক যুগ্ম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক, নিখোঁজ মালায়শিয়ার বিমানের তল্লাশিতে আমেরিকানদের সাহায্যের জন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিখোঁজ বিমানের তল্লাশিতে সম্ভাব্য সকল সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন মিঃ ওবামা। সাত সপ্তাহ ধরে বিমানটি নিখোঁজ।
দুই নেতা বলেছেন তাঁরা এবিষয়ে একমত হয়েছেন যে তাদের উচ্চ পর্যায়ের সম্পর্ককে ‘সার্বিক শরিকানায়’ পরিনত করা এবং আন্ত প্রশান্ত মহাসাগরীয় অংশীদারীত্ব বানিজ্যিক চুক্তি ও পারমানবিক প্রসার রোধ সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করা। এর আগে মালায়েশিয়া দুটি বিষয়েই বিরোধীতা করে।
মালায়শিয়ার মানবাধিকার রেকর্ড সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, মিঃ ওবামা বলেন মানবাধিকা্রের ক্ষেত্র ঐ দেশ অগ্রগতি সাধন করেছে কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রেরও কাজ বাকি আছে।