প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন – ইস্রাইলের সঙ্গে এ্যামেরিকার মৈত্রি বন্ধন আবহমান- চিরায়ত

.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন – ইস্রাইলের সঙ্গে এ্যামেরিকার মৈত্রি বন্ধন আবহমান- চিরায়ত । প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার পর ইহুদি রাষ্ট্রটিতে তাঁর এই প্রথম সফরকালে মি:ওবামা একথা বলেন ।
বুধবার বেন গুরিয়ান বিমানবন্দরে সমাগত বিশিষ্টজনদের উদ্দেশে একথা বলেন বারাক ওবামা । বলেন দ্বিতিয় মেয়াদের কার্যকালে প্রথম বিদেশ সফরে দু’দেশের মধ্যেকার অবিচ্ছিন্ন মৈত্রিবন্ধনের কথা পূর্নিশ্চিত করতে ইস্রাইল এসেছেন তিনি । বলেন – ইস্রাইলের জনগনের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি - কথা বলতে চান তাঁদের প্রতিবেশিদের সঙ্গে এবং পবিত্র এ ভুমিভাগে শান্তি কায়েম যে করতে হবে অবশ্যই এ স্থির প্রতীতি তাঁর রয়েছে ।
বিমান বন্দরে তাঁকে স্বাগত: জানান অন্যান্যের মধ্যে ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ এবং প্রেসিডেন্ট শিমন প্যারেয ।