সন্ত্রাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কেনিয়া একযোগে কাজ করেব: প্রেসিডেন্ট ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সন্ত্রাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কেনিয়া একযোগে কাজ করেব। শনিবার নাইরোবিতে ষ্টেট হাউজে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈঠক শেষে যখন দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন তখন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মধ্যে সন্ত্রাস প্রতিরোধে, বিশেষ করে আল শাবাব জঙ্গী গোষ্ঠীকে রুখতে শক্তশালি সমন্বয় প্রয়াস নেয়া হয়েছ। তিনি সংঘাতবিক্ষুব্ধ সোমালিয়ার শরনার্থীদেরকে আশ্রয় দেয়ায় কেনিয়ার সরকারকে ধন্যবাদ দেন।

প্রেসিডেন্ট ওবামা বলেন কেনিয়ার সম্পদের ওপর হুমকীর বিষয়ে যুক্তরাষ্ট্র কেনিয়ার সঙ্গে কাজ করছে। তিনি দর্নিতি রোধ করা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সরকারের প্রশংসা করে প্রেসিডেন্ট কেনিয়াত্তাকে ধন্যবাদড় দেন।

তিনি হাতী চোরাইশিকার রোধকরা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। কেনিয়ায় সমকামীতার আধিকার বিষয়ে ওবামাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি বিশ্বাস করেন মানুষের মধ্যে লিঙ্গ বৈষম্য করা রাষ্ট্রের জন্য ঠিক নয়।

বানিজ্য বৃদ্ধি ও সন্ত্রাস প্রতিরোধ সহ নানা বিষয় নিয়ে বারাক ওবামার সঙ্গে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার।

প্রেসিডেন্ট ওবামা বলেন তিনি জানেন কেনিয়ার মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তশালি অংশীদারিত্ব আশা করেন। তিনি বলেন তিনি এবং মিষ্টার কেনিয়াত্তা বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন।

এর আগে শনিবার প্রেসিডেন্ট ওবামা নাইরোবিতে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বলেন আফ্রিকায় উদ্যোক্তারা সকল বাধা অতিক্রম করে সংঘাত ও নিরাশার আধার থেকে বেরিয়ে আসবেন। তিনি আফ্রিকার ব্যাবসায়ী ও উদ্যোক্তাদেরকে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন আফ্রিকাকে হতে হবে বৈশ্বিক উন্নয়নের ভবিষ্যৎ কেন্দ্রস্থল; শুধুমাত্র আফ্রিকার উন্নয়ন নয়।

তিনি বলেন আফ্রিকা এগিয়ে চলেছে এবং কেনিয়া এর নেতৃত্ব দিচ্ছে। কেনিয়াত্তার আয়োজনে নাইরোবিতে এই সম্মেলনের যৌথ আয়োজক হেচ্ছন প্রেসিডেন্ট ওবামা। আফ্রিকায় এই সম্মেলন এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব উদ্যোক্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় ২০১০ সালে হোয়াইট হাউজে।

মিষ্টার কেনিয়াত্তা তার বক্তব্যে কেনিয়ার নিরাপত্তার দুর্বলতা ও দ্রুত বর্ধমান অর্থনীতির কথা তুলে ধরেন।

প্রেসিডেন্ট ওবামার জন্য কেনিয়ার বিশেষত্ব হচ্ছে দেশটি তাঁর পিতার জন্মস্থান এবং পশ্চম কেনিয়ার গ্রামে তিনি সমাহিত। ২০০৬ সালে সেনেটর হিসাবে শেষবার কেনিয়া সফর করেন বারাক ওবামা। শুক্রবার রাতে প্রেসিডেন্ট ওবামা তার সৎ-দাদী মামা সারাহ, সৎ-বোন আওমা ওবামাসহ কেনিয়ান আত্মীয়দের সঙ্গে রাতের খাবার খান।

২ দিন কেনিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে ইথিওপিয়া সফর করবেন।