প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন তার অগ্রগণ্য বিষয় হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদল ইরাকে যে সফলতা পেয়েছে তা দমিয়ে দেয়া I বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে এবং সেই অভিযানে জঙ্গিদের বিপুল অস্ত্র এবং সরঞ্জাম বিনষ্ট হয়েছে । প্রেসিডেন্ট ওবামা যদিও বলেন, জঙ্গিদের মোকাবেলায় এখনো তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং সিরিয়ায় অবস্থিত জঙ্গিদের ওপর আসন্ন হামলার বিষয়টি তিনি নাকোচ করে দেন I তিনি বলেন এই জঙ্গি দলটি সিরিয়ায় অভয় আশ্রয়স্থল খুঁজে পেয়েছে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় বাহিনী প্রবেশ করতে পারছে না ।