ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা অভুতপূর্ব : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে ইরানের পারমানবিক অস্ত্র নির্মাণ রোধ করার বিষয়ে গত সপ্তার চুক্তি হচ্ছে , এ ব্যাপারে অভুতপুর্ব বিষয়।

শনিবারের সাপ্তাহিক ভাষণে মি ওবামা বলেন যে ইরান এই চুক্তি ফাঁকি দিতে পারবে না কারণ যাচাই প্রক্রিয়াটি সামগ্রিক এবং ইরানের অভ্যন্তরে কার্যকর। তিনি বলেছেন যে ইরান যদি চুক্তি লংঘন করে তা হলে ইরানের অর্থনীতিতে প্রায় অচলাবস্থা সৃষ্টিকারী নিষেধাজ্ঞা আবার ও আরোপ করা হবে। ঐ চুক্তি অনুযায়ী ইরানকে তার পারমানবিক পণ্যের ৯৮ শতাংশ দেশের বাইরে চালান দিতে হবে।

তিনি আরও বলেন যে এই চুক্তি ছাড়া বিশ্বের সব চেয়ে বিস্ফোরণ্মুখ অঞ্চলে আরেকটি যুদ্ধের ঝুঁকি নেওয়া হতো।

শনিবার দিনে আর্‌ও আগের দিকে ইরানের সর্বোচ্চ নেতা অআয়াতুল্লাহ খামেনি এই চুক্তি সম্পর্কে নিজস্ব মন্তব্য দেন। তিনি তেহরানে ঈদুল ফিতর এর নামাজে ইরানি জনগণকে বলেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে পারমানবিক চুক্তি , অন্যান্য বিষয়ে সহযোগিতার কোন ইঙ্গিত বহন করে না।

মি খামেনি ঈদ উপলক্ষে স্বদেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ।