যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা বলেছেন, এ সপ্তাহে তিনি ইসলামিক স্টেইট জঙ্গীদের মোকাবিলার জন্যে তার ‘গেইম প্ল্যান’ বা পরিকল্পনা চূড়ান্ত করবেন।
রোববার এন-বি-সি’র মিট-দ্য-প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে মিঃ ওবামা বলেছেন, তিনি এ বিষয়ে আলোচনার জন্যে মঙ্গলবার কংগ্রেশনাল নেতাদের সঙ্গে বসবেন। তারপর তিনি বুধবার একটি ভাষণ দেবার পরিকল্পনা করছেন। বুধবার সেপ্টেম্বর ১১’র সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী।
মিঃ ওবামা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাকের মাটিতে সৈন্য পাঠাবে না।
তিনি বলছিলেন, এর ধরণ হবে, গত ৫-৬-৭ বছর ধরে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নিরলস প্রচারণা চালাচ্ছে, অনেকটা সেরকম।
প্রেসিডেণ্ট স্পষ্ট করে জানিয়েছেন, অ্যামেরিকার কাছে এমন কোন গোয়েন্দা তথ্য নেই যে ইসলামিক স্টেইট যুক্তরাষ্ট্রের মাটিতে তাতক্ষণিকভাবে হামলা করতে পারে।
এই সংগঠনটি একটি বড় এলাকার দখল নিয়েছে, তারা তাদের শক্তি বৃদ্ধি করছে। ইউরোপ থেকে গিয়ে অনেকে এই সংগঠনের হয়ে লড়াই করছে। যেহেতু তারা ইউরোপের নাগরিক, তারা বিনা বাধায় চট করে অ্যামেরিকায় ঢুকে পড়তে পারে। সময়ের সাথে সাথে তা অ্যামেরিকার জন্যে বড় হুমকি হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের অনেক অভিসংশক বলছেন, অ্যামেরিকার বিমান হামলার পরিধি আরো বিস্তৃত করা উচিত, এবং সিরিয়ায় ইসলামিক স্টেইটের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো উচিত।