কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ভিত্তি প্রেসিডেন্ট ওবামার সফর

কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ভিত্তি হাসাবে বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরের পরিকল্পনাকে ঘিরে।

কংগ্রেসের নানা মতনৈক্য স্বত্বেও প্রসিডেন্ট ওবামা হাভানার সঙ্গে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে জোরে সোরে কাজ করে যাচ্ছেন।

সফরেরর আগেই প্রসিডেন্ট ওবামা বিভিন্ন স্থান সফরেরর নিমন্ত্রন পান। যুক্তরাস্ট্রের জাতিয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস বলেছেন রবিবার প্রসিডেন্ট কিউবায় পৌঁছাবেন।

তিনি বলেন, “আমরা আশা করছি বানিজ্য, ভ্রমন এবং আমেরিকান ও কিউবানদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কিউবানদের জীবনমানের উন্নয়নে প্রসিডেন্ট ওবামার এই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি কিউবায় সরকারী পর্যায় ছাড়াও নাগরিক সমাজ প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন”।

গত ৯০ বছরে এই কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিউবা সফর করছেন।