প্রেসিডেন্ট ওবামা কার্বন দূষণ হ্রাস করার লক্ষ্যে নতুন নিয়মবিধি উন্মোচন করবেন

FILE - А plume of steam billows from the coal-fired Merrimack Station in Bow, New Hampshire.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার কার্বন দূষণ হ্রাস করার লক্ষ্যে নতুন নিয়মবিধি উন্মোচন করবেন। দেশের বিদ্যুৎ প্রকল্প থেকে ওই কার্বন দূষণ সৃষ্টি হয়।

লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ স্থাপনাগুলো ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ২০০৫ সালের চাইতে ৩২ শতাংশ কমাবে। রাজ্যগুলোর দায়িত্ব থাকবে লক্ষ্য অর্জনের জন্য তাদের পরিকল্পনা তৈরি করা। ২০২২ সালে ওই সব পরিকল্পনা কার্যকর হবে।

গত বছর প্রেসিডেন্ট ওবামা এই সব নিয়মবিধির একটা প্রাথমিক সংস্করণ প্রকাশ করেন।