যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় দক্ষিণপূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে প্রেসিডেন্ট বারাক ওবামা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নেতৃত্বের ভূমিকা আরও জোরদার করার চেষ্টা করবেন।
দুই দিনের এই বৈঠকে নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পুনর্ভারসাম্য আনার কলা কৌশলের জন্য প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যে একটি চুক্তিতে সমুদ্র চলাচল এবং সামরিকীকরণের বিতর্কিত ইস্যুগুলো অর্ন্তভুক্ত হতে পারে।
যুক্তরাষ্ট্র মনে করে আসিয়ান দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা, আমেরিকার ভবিষ্যৎ ও উন্নতির জন্য গুরুত্বপূর্ন।
আসিয়ান ভুক্ত দেশগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।