আট দিনের এশিয়া সফরে ওবামা জাপানে এসে পৌঁছেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ার চারটি দেশ সফরের শুরুতেই জাপান গিয়ে পৌছেছেন। সেখানে তিনি মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করবেন যে ওয়াশিংটন প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের আঞ্চলিক দাবি এবং উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মি ওবামার এই সফরের সময়ে বিশেষ ভাবে আলোকপাত করা হবে। তিনি এবার জাপান , দক্ষিণ কোরিয়া , মালায়েশিয়া এবং ফিলিপিন্স সফর করছেন।

আট দিনের এই সফরের শুরুতে তিনি টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করছেন। পুর্ব চীন সাগরে জনশূন্য কয়েকটি দ্বীপ নিয়ে জাপান চীনের সঙ্গে ক্রমবর্ধমান বিবাদে জড়িয়ে পড়েছে। এই সফরের আগেই তিনি জাপানের Yomiuri সংবাদপত্রকে বলেন যে যুক্তরাষ্ট্র এই সব দ্বীপে জাপানের প্রশাসনকে খর্ব করার যে কোন একপাক্ষিক প্রচেষ্টার বিরোধী।

এই সফরের সময়ে মি ওবামা জাপানের সঙ্গে বহু বিলম্বিত Trans-Pacific Partnership মুক্ত বানিজ্য চুক্তির ব্যাপারে ও অগ্রগতি সাধন করবেন। তবে অনেকেই মনে করেন যে কৃষি পণ্যের ওপর শুল্ক বাদ দিতে জাপানের অনীহার কারণে এ ব্যাপারে অগ্রগতির সম্ভাবনা কম।
.