দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্টে জানা যাচ্ছে যে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী একটি সামরিক অনুষ্ঠানে বাহ্যত ঘুমিয়ে পড়ায় উত্তর কোরিয়ান নেতা কিমজং উণ সেই মন্ত্রীর প্রাণদন্ড কার্যকর করিয়েছেন।
একজন গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা বলছে যে উত্তরের পিপলস আর্মড ফোর্সেসের মন্ত্রী হিয়ন ইয়ং চলকে বিমান বিধ্বংসী কামান দিয়ে গুলি করে হত্যা করা হয়। ৩০শে এপ্রিল শত শত কর্মকর্তা হিয়নের এই হত্যা প্রত্যক্ষ করেছন । দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক হান কী বিওম বুধবার সোওলের সংসদীয় কমিটিকে এ কথা জানান।
বার্তা সংস্থটি বলছে যে হিওন ঘুমিয়ে পড়ে অসম্মান এবং অবিশ্বস্ততা প্রদর্শন করেছেন বলে মি কিম মনে করেছেন। বলা হচ্ছে যে তিনি আগে আরেকবার মি কিম কে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁকে এক বছরের ও কম সময় আগে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।