ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল মালিকি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন

Members of ASC Tornados, the motorcycle display team of the Indian army, lie in a row on the ground as another performs a stunt during the 225th anniversary celebrations of Army Service Corps in Bangalore.

প্রধানমন্ত্রী হিসাবে দু’বার দেশ পরিচালনার পর নূরী আল মালিকি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন I তিনি মনোনীত প্রার্থীকে সমর্থন দেবার কথা ব্যক্ত করেন I আন্তর্জাতিক প্রবল চাপের মুখে বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে তার সিদ্ধান্তের কথা জানান I নুতন ইরাকী প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম সোমবার নুতন প্রধানমন্ত্রী হিসাবে হায়দার আল আবাদিকে মনোনীত করেন I শিয়া সম্প্রদায়ের নেতা আল মালিকি খুবই দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা হারাতে শুরু করেন I ৮ বছর ধরে দায়িত্বে থাকা অবস্থায় ইরাকের সুন্নি, কুর্দি এবং শিয়া সম্প্রদায়কে একত্রিত করাতে ব্যর্থ হওয়ায় তাকে ব্যাপক ভাবে দোষারোপ করা হয়েছে I