ইরানে জোট নিরপেক্ষ আন্দোলন "ন্যামের" সম্মেলন


তেহরানে ১২০ টি দেশের প্রতিনিধিসহ বেশ কয়েক ডজন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ আন্দোলনের যোগ দেওয়ার জন্য মিলিত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ন্যামের নেতাদের প্রতি আহ্বান জানান যে পশ্চিমা দেশগুলো পরমাণু কার্যক্রমের জন্য শাস্তিস্বরুপ তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়ায়।
এছাড়াও সালেহী নিজ নিজ দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ন্যামের কাছে অনুরোধ করে। ২০১০ সাল থেকে এপর্যন্ত চারজন ইরানী পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং এই হত্যার সংগে আমেরিকা ,ব্রিটেন, এবং ইসরায়েলী গোয়েন্দা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে এবং আশা করা হচ্ছে যে পাঁচ দিনের এই সম্মেলনে সিরিয়ার সংকট প্রধান্য পাবে।
পরষ্পর বিরোধী একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের মিত্র হামাসের নেতা সম্মেলনে অংশ গ্রহণ করবেন। তবে ইরানী সংবাদ সংস্থা বলছে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকে আমন্ত্রণ জানানো হয়নি। ওদিকে হানিয়ের দপ্তর থেকে বলা হয়েছে যে তিনি সম্মেলনে অংশ গ্রহণের পরিকল্পনা করছেন।