শীতকালীন অলিম্পিকে প্রতিনিধিদল পাঠাবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া, আসছে মাসের শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্যে পিয়ংচ্যাঙ্গে উচ্চ স্তরের একটি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে।

স্বৈরতান্ত্রিক শাসনাধীন উত্তর ও গণতান্ত্রীক পন্থানূসারী দক্ষিন কোরিয়ার মধ্যে মঙ্গলবারের প্রথম মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে এ প্রস্তাবটা উঠেছিল। তথাকথিত শান্তি পল্লী পানমুনজামে অনুষ্ঠিত হয় ঐ সংলাপ। ঐ শান্তিপল্লীতে ১৯৫৩ সালে সাক্ষরিত সাময়িক অস্ত্রসম্বরণ চুক্তিই কোরিয়া যুদ্ধের লড়াই থামিয়েছিল।

একীকরণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চুন হাই সুং পিয়ংইয়াংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া ঐ শীতকালীন অলিম্পিকে উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং হর্ষবদ্ধনকারী দলের সদস্য সম্বলিত একটি প্রতিনিধিদল পাঠাবে বলে মনস্থ করেছে। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী কর্মকান্ড শুরু হবে ফেব্রূয়ারীর ৯ তারিখে।