ডিসেম্বর মাসটি বাংলাদেশের বিজয়ের মাস। সামনেই বিজয় দিবস আর সেই স্মরণে আজকের পরিবেশনা ‘মুক্তিযুদ্ধে এবং বর্তমান সময়ে বাংলাদেশের সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা’। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।
Your browser doesn’t support HTML5
আজ নারীকণ্ঠে এই বিষয়টি নিয়েই কিছু কথা শুনবো মুক্তিযোদ্ধা পরিবারের এক সদস্য রোখসানা মোস্তফা হেনার কাছ থেকে, আর বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ডে মহিলাদের অগ্রগতির ক্ষেত্রে কি কাজ হচ্ছে সে বিষয়ে জানবো বেসরকারী প্রতিষ্ঠান ‘নারী প্রগতি সংঘের’ প্রতিষ্ঠাতা-নির্বাহী পরিচালক রোকেয়া কবিরের কাছে। রোখসানা রয়েছেন ক্যালিফোর্ণিয়ায়, আর রোকেয়া কবির ঢাকায়।
আমরা তো ছেলেবেলা থেকে মুক্তিযুদ্ধের অনেক কথা শুনেছি, জেনেছি। আজ এই দুজন অতিথির কাছ থেকে তাদের নিজেদের কাজ ও অভিজ্ঞতার কথা শুনবো।