নাইজিরিয়ার সামরিক মুখপাত্র কর্নেল সানি কুকাশেকা উসমান বলেন যে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠি বোকো হারামের উপর চাপ প্রয়োগের জন্য এবং তারা যে নিরস্ত্র অসামরিক লোকজনকে অপহরণ করেছে তাদের উদ্ধারের প্রচেষ্টা হিসেবে নাইজেরিয়ার সামরিক বাহিনী এক অভিযান চালিয়েছে।
উসমান বলেন অবশিষ্ট কিছু বোকো হারাম সাম্বিসার জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। তাই এই অভিযানের লক্ষ্য হচ্ছে বোকো হারামের অবশিষ্টদের ঐ বন থেকে সরিয়ে দেওয়া এবং উদ্ধার তৎপরতা জোরালো করা। তিনি বলেন তাদের এই অভিযান সফল হচ্ছে। তিনি আরও বলেন যে জঙ্গিরা তাদের অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে কিন্তু তাদের সৈন্যরা বোকো হারাম সন্ত্রাসীদের প্রতিহত করেছে, অনেককই হত্যা করেছে এবং বিমান বিধ্বস্তি কামান ও প্রাণনাশী বোমা উদ্ধার করেছে।
তার এই মন্তব্যের আগে এ রকম খবর পাওয়া যায় যে যুক্তরাষ্ট্র 12 A-29 Super Tucano হাল্কা ধরণের জঙ্গি বিমান নাইজেরিয়ার কাছে বিক্রি করছে যাকে করে ঐ আফ্রিকান দেশ বোকো হারামের বিরুদ্ধে লড়াই করতে পারে।
এর আগে ওয়াশিংটন সামরিক বাহিনী দ্বারা মানবাধিকার লংঘনের কারণে সাবেক প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের কাছে অস্ত্র বিক্রি করতে অস্বীকৃত জানিয়েছিল