নাইজেরিয়াতে একাধারে লক ডাউন শিথিল,অন্যদিকে স্কুল বন্ধ রাখায় শিশু শ্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে I নজরদারি গ্রূপ জানায়, লক ডাউনে ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের সহায়তা দেবার জন্য শিশুদের হকার, ক্লিনার এবং এমনকি পথে পথে ভিক্ষা করতে দেখা যায় I নাইজেরিয়াতে ২০০৩ সাল থেকে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে; তবে নাইজেরিয়াসহ আফ্রিকার বহু দেশে শিশু শ্রম এখনো ব্যাপক ভাবে বিদ্যমান I
আন্তর্জাতিক শ্রম দপ্তরের সমীক্ষা অনুযায়ী, নাইজেরিয়াতে ১০,৫০,০০০ শিশু এখনো শিশু শ্রমে নিয়োজিত, যা পশ্চিম আফ্রিকায় সর্ববৃহৎ সংখ্যা I