স্বাগত ১৪২২ বঙ্গাব্দ !

new year

আজ পয়লা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ। চৈত্র সংক্রান্তির ঘুর পেরিয়ে এলো আবার নতুন দিনের নতুন প্রভাত সূর্য- আলোয় আলোয় ভরে উঠলো গোটা বঙ্গভূমি। এমন দিনে রবি ঠাকুরের ভাষায় বলা যায়,

আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান,

না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

সংখ্যা গণনার অতীত প্রত্যুষ লগ্নে যে উদ্দীপন-স্ফুলিঙ্গ জ্বলেছিলো আপন মহিমায়, আজ আবার বাংলার নব-প্রজন্মের মাঝে মঙ্গল প্রদীপ হয়ে জ্বলে উঠলো - নবতর পদযাত্রা-শোভাযাত্রা সচল হলো বাংলার পথে পথে- নবতরো উদ্দীপনায়-জেগে উঠলো প্রাণ, নতুন সুর, নতুনতর ছন্দ বিভঙ্গে মঙ্গলময় হলো জীবন। এ উপলক্ষ্যে আমাদের বিশেষ পরিবেশনা, উপস্থাপন করছেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

new year