কভিড নিষেধাজ্ঞা শিথিল করায় নুতন সন্ত্রাসী উদ্বেগ 


যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, যে, শিথিলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নুতন করে সমগ্র দেশজুড়ে সন্ত্রাসী হামলায় নিয়োজিত হতে পারেI যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড নিরাপত্তা দপ্তর শুক্রবার তাদের হুশিয়ারিতে জানায়, তাদের হুমকি ব্যাপক ও পরিবর্তনশীল হতে পারেI

বুলেটিনে জানানো হয়, বিধিনিষেধ চলাকালে জনগণের আনাগোনা বা সমবেত হওয়া ছিল সীমিত আকারের, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে তা হবে সন্ত্রাসীদের জন্য অবারিত লক্ষ্যবস্তু , যার ফলে মারণাত্মক সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণাI

বুলেটিনে আরো বলা হয়, আদর্শিকভাবে অনুপ্রাণিত সন্ত্রাসী যেমন, অভ্যন্তরীণ সহিংস সন্ত্রাসী এবং বর্ণবাদ ও জাতিগোষ্ঠী প্রভাবিত সন্ত্রাসীরা প্রার্থনালয়, জনাকীর্ণ সমাবেশ এবং সরকারি ভবনসমূহ লক্ষ্যবস্তু করে থাকেI বুলেটিনে হুশিয়ার করে দেয়া হয় যে, সন্ত্রাসীরা অনলাইন ও সামাজিক মাধ্যমে তাদের উগ্রবাদী চিন্তাধারা প্রকাশের সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত ও নানাবিধ হামলা চালাতে পারেI