আর্জেনটিনার কার্ডিনাল বারগোগলিও নতুন পোপ নির্বাচিত হয়েছেন

পোপ ফ্রানসিস

আর্জেনটিনার কার্ডিনাল হরহে মারিও বারগোগলিও রোমান ক্যাথলিক চার্চের ২৬৬ তম পনটিফ পোপ নির্বাচিত হয়েছেন। তিনি পোপ বেনেডিক্টের উত্তরসূরী হলেন। ৮৫ বছর বয়স্ক পোপ বেনেডিক্ট গত মাসে পদত্যাগ করেন।

১১৫জন কার্ডিনাল ৭৬বছর বয়স্ক পোপকে বুধবার দুপুরে নির্বাচিত করেন। ভ্যাটিক্যানে গোপন বৈঠকের দ্বিতীয় দিনে তিনি নির্বাচিত হলেন। নতুন পোপ ফ্রামসিস নামটি বেছে নিয়েছেন।

প্রার্থীকে ৭৭টি ভোট পেতে হয়েছে।

হাজার হাজার মানুষ ভ্যাটিক্যানে সেন্ট পিটার্স চত্বরে সমবেত হন ঐতিহাসিক ঘোষণা প্রত্যক্ষ করার জন্য।