নাইজেরিয়ায় দুটো নতুন আক্রমণের ঘটনায় অন্তত ৩০ নিহত


নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে সন্দেহ ভাজন ইসলামিষ্ট জঙ্গীরা প্রায় ৩০ জনকে হত্যা করেছে। গতমাসে যে গ্রাম থেকে স্কুলের মেয়েদের অপহরণ করা হয়েছিল সেই চিবুকের কাছেই ঐ দুই গ্রাম।

আলাগার্নোর প্রত্যক্ষদর্শীরা বলছে, মংগলবার রাতে বন্দুকধারীরা আতর্কিতে হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করেছে। তারা বলছে আক্রমণকারীরা খাদ্যদ্রব্য নিয়ে গিয়েছে এবং বাড়ী-ঘরে আগুন লাগিয়ে দেয়।

সাওয়ার কাছাকাছি এলাকার গ্রামবাসীরা বলছে সোমবার বন্দুকধারীরা আক্রমনে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে মধ্যাঞ্চলের জোস শহরে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১১৮জন নিহত হয়েছে। একটি ব্যস্ত বাজার এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে।

এ পর্যন্ত আক্রমণের দায়িত্ব কেউ স্বিকার করেনি। তবে সন্দেহ যে চরমপন্থী ইসলামিষ্ট জঙ্গীদল বোকো হারামই এর জন্য দায়ী। গত পাঁচ বছরে হাজার হাজার মানুষকে হত্যার করেছে।