সংবিধান রচনার তাগিদে এই নিয়েচারবার নেপাল সংসদের কার্যকালের মেয়াদ বাড়লো ।

সংবিধান রচনার তাগিদে এই নিয়েচারবার নেপাল সংসদের কার্যকালের মেয়াদ বাড়লো ।

নেপাল এই নিয়ে চতুর্থ বার সংসদে কার্যকালের মেয়াদ বাড়ালো যাতে কিনা নতুন একটা সংবিধান প্রনয়ন করা সম্ভব হতে পারে । স্পীকার সুভাস নেমওয়াং মঙ্গলবার বলেন – ৫ শ’ আট সাংসদের মধ্যে থেকে ৫শ’ পাঁচ সাংসদ আইন পরিষদের কার্যকালের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন । বর্তমান সংসদ গঠিত হ’যেছিলো ২ হাজার ৮ সালে , নেপালের রাজতন্ত্র খতম হবার পর । সংবিধান রচনার তাগিদে এর আগে আরো তিনবার নেপালের এ সংসদের কার্যকালের মেয়াদ বাড়ানো হয় । আগের বারের মেয়াদ বৃদ্ধি বুধবারে উত্তীর্ণ হবার কথা ।