নেপালের সংসদ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টি নেতা খর্গ প্রসাদ অলিকে নির্বাচিত করেছে।
সংসদের স্পিকার সুবাস নেমইয়াং রবিবার ঘোষণা করেন যে যে অলি ৫৯৭ সদস্যের সংসদে ৩৩৮টি ভোট পেয়েছেন। তিনি তার পূর্বসূরী শুশিল কইরালাকে পরাজিত করেন। শুশিল কইরালা পেয়েছেন ২৪৯টি ভোট।
৬৩ বছর বয়স্ক অলি Communist Party of Nepal - Unified Marxist Leninist এ নেতৃত্ব দেন। ওই দল ছোট ছোট অনেক গুলো দলের সমর্থন পেয়েছে। যাদের সমর্থন পেয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত তাদের প্রতিদ্বন্দ্বি দল United Communist Party of Nepal Maoist.