কবি নজরুলের ১২২তম জন্মজয়ন্তীতে তাঁকে সশ্রদ্ধ অভিবাদন

সকল বাঙালির প্রাণ-প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে ১২২ বছর আগে বর্ধমানে চুরুলিয়ায় জন্মেছিলেন কিন্তু তাঁর বিচরণ থেকেছে বাঙালির হৃদয়ে সর্বকালেই । বাংলাদেশের জাতীয় কবিই বলুন, আর বিদ্রোহী কবিই বলুন, তিনি বাংলা সাহিত্যে এবং সঙ্গীতে অসাধারণ প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। সাহিত্য এবং সঙ্গীত কেবল যে আত্মনিমগ্নতার বিষয় নয়, আত্ম-উপলব্ধির বিষয়ও এবং তাতে যে ঘুরে দাঁড়াবার শক্তি পাওয়া যায় সেই কথা আমরা বুঝতে পারি যখন নজরুলের  লেখায় আমরা দৃষ্টি নিবদ্ধ করি।

সকল বাঙালির প্রাণ-প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে ১২২ বছর আগে বর্ধমানে চুরুলিয়ায় জন্মেছিলেন কিন্তু তাঁর বিচরণ থেকেছে বাঙালির হৃদয়ে সর্বকালেই । বাংলাদেশের জাতীয় কবিই বলুন, আর বিদ্রোহী কবিই বলুন, তিনি বাংলা সাহিত্যে এবং সঙ্গীতে অসাধারণ প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। সাহিত্য এবং সঙ্গীত কেবল যে আত্মনিমগ্নতার বিষয় নয়, আত্ম-উপলব্ধির বিষয়ও এবং তাতে যে ঘুরে দাঁড়াবার শক্তি পাওয়া যায় সেই কথা আমরা বুঝতে পারি যখন নজরুলের লেখায় আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কেউ কেউ নজরুল ইসলামকে বিভাজিত ভাবে দেখতে চান এবং তাঁর বাহ্য বৈপরীত্যের মধ্যেও যে এক ধরণের ঐক্যের কথা আছে সেই সত্য অনুধাবনে ব্যর্থ হন। নিজ নিজ ক্ষুদ্র দৃষ্টিতেই তাঁরা বরঞ্চ নজরুলকে দেখতে ভালোবাসেন এবং নজরুল সত্ত্বার অন্যদিকটি তাঁরা অবজ্ঞা করে যান।সে নিয়েও নজরুলের অভিমান ছিল কারণ নজরুল কোন বিভাজন নয় , ঐক্যের প্রতীক ছিলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব । আজ তাঁর জন্মদিনে তাঁকে নিয়ে আলাপনে যোগ দিয়েছেন নজরুল গবেষক, অনুবাদক এবং নজরুল সঙ্গীত শিল্পী ড. নাশিদ কামাল । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

Your browser doesn’t support HTML5

কবি নজরুলের ১২২তম জন্মজয়ন্তী

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ