আলেক্সি নাভালানিকে সুরক্ষিত কারাগার হাসপাতালে স্থানান্তর 

রাশিয়ার কারাগার কর্মকর্তারা জানান, সোমবার কারাবন্দি, অনশন ধর্মঘটরত বিরোধী নেতা, আলেক্সি নাভালানিকে মস্কো'র অদূরে একটি কারাগার হাসপাতালে স্থানান্তর করা হয়েছেI কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে তাঁর অবস্থা সন্তোষজনক এবং প্রতিদিন তাঁকে পরীক্ষা করে দেখা হচ্ছেI তাঁর অনুমতিক্রমে তাঁকে ভিটামিন ঔষুধও দেয়া হয়েছেI

তবে নাভালনির সমর্থকেরা, তাৎক্ষণিকভাবে উচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনিI সোমবার তাঁর এক সহযোগী মন্তব্য করেন, যে, তাঁর স্বাস্থ্য সম্পর্কিত ভালো কোনো সংবাদ আশা করা যায় নাI তাঁর চিকিৎসকেরা সঙ্কটজনক পটাশিয়ামের মাত্রার কারণে তাঁর হৃদরোগের ঝুঁকি এবং কিডনি অচল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেনI

বুধবার, নাভালনির সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন, যেদিন প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেনI তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছেI