আলেক্সি নাভালনিকে সাজা ভোগের জন্য মস্কোর বাইরে একটি কারাগারে পাঠানো হয়েছে

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে তার সাজা ভোগের জন্য মস্কোর বাইরে একটি কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তার আইনজীবী জানান, নাভালনির মুক্তি চেয়ে ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতের দাবি থাকা সত্ত্বেও ঐ পদক্ষেপ নেয়া হয়।

কোন কারাগারে নাভালনিকে পাঠানো হয়েছে তার আইনজীবী ভাদিম কোবজেভ জানাতে পারেননি। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো এর আগে ইঙ্গিত দিয়েছিল যে মস্কোর সর্বাধিক সুরক্ষিত কারাগারে বন্দী নাভালনিকে সম্ভবত পশ্চিম রাশিয়ার একটি কেন্দ্রে পাঠানো হবে।

৪৪ বছর বয়সী নাভালনিকে ১৭ই জানুয়ারী জার্মানি থেকে ফিরে আসার সময় গ্রেপ্তার করা হয়।ক্রেমলিন বিষাক্ত গ্যাসের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করে বলে নাভালনি অভিযোগ করেন। রাশিয়ার কর্তৃপক্ষ তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য নাভালনির বিরুদ্ধে অভিযোগ আনে।