নেটো নেতারা বৃটেনে শীর্ষ সন্মেলনে মিলিত হয়েছেন

মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের জঙ্গীদের অগ্রযাত্রা এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের প্রেক্ষিতে নেটো নেতারা বৃটেনে উচুঁ পর্যায়ের শীর্ষ সন্মেলনে মিলিত হয়েছেন। আমেরিকা এবং ইউরোপীয় সামরিক জোটভুক্ত ২৮টি দেশের নেতারা ওয়েলসের গলফ অবকাশ যাপন কেন্দ্রে মিলিত হন। নেতারা ইরাক এবং সিরিয়ায় ইসলামি জঙ্গীদের অগ্রযাত্রা মুকাবিলা এবং পুর্ব ইউক্রেনে সেনাবাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের লড়াই বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন। নেটো মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন বলেন, ইসলামী জঙ্গীদের মুকাবিলা এবং ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। তবে কি পদক্ষেপ নেয়া হবে, তা স্পষ্ট নয়।