ন্যাটো মহাসচিব হঠাৎ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিরোধিতা করেছেন 

ন্যাটো মহাসচিব, জেন্স স্টলটেনবার্গ সোমবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানদের ২০২০ সালের শান্তি চুক্তি বাস্তবায়নে,তালিবান বিদ্রোহীদের আরো অনেক কিছুই করতে হবে, যাতে কোরে, মে মাসে ধার্য্য করা সময়ের মধ্যে আন্তর্জাতিক সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করতে পারেI

আফগানিস্তানে ন্যাটো'র ভবিষ্যৎ নিয়ে ব্রাসেলসে মিত্রবাহিনীর প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রাক্কালে, তিনি মন্তব্য করছিলেনI মহাসচিব স্টলটেনবার্গ, আফগানিস্তান থেকে হটাৎ সেনা প্রত্যাহারের বিরোধিতা করে বলেন, এতে করে আফগানিস্তান আবারো সন্ত্রাসীদের জন্য স্বর্গে পরিণত হবেI

তিনি বলেন, "আমাদের সেখানে থাকাটা শর্তমাফিক, আফগানিস্তানে প্রয়োজন ছাড়া কেউই থাকতে চায় না , সঠিক সময়ে আমরা আফগানিস্তান ছেড়ে চলে যাবো"I