সামরিক মহড়া সম্পর্কে বিশদ জানাতে রাশিয়ার প্রতি নেটো মহাসচিবের আবেদন

রাশিয়ার সামরিক মহড়া "জাপাদ" এ অংশরত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী, ফাইল ছবি, ১৮ই সেপ্টেম্বর, ২০১৭, ছবি/আইভান সেক্রেটারেভ/এপি

নেটো মহাসচিব, শুক্রবার, রাশিয়ার প্রতি আহ্বান জানানযে, তারা যেন "জাপাদ-২০২১" সামরিক মহড়ার এবং কত সেনা মহড়ায় অংশ নিচ্ছে, সে ব্যাপারে খোলাখুলি জানায়, কারণ এই মহড়া পোল্যান্ড, বল্টিক দেশসমূহ এবং ইউক্রেনকে মস্কো'র অভিসন্ধি সম্পর্কে সন্দিহান করে তুলেছেI

জোট বাহিনীর কর্মকর্তাদের মতে, নেটো'র সঙ্গে সীমান্তবর্তী এলাকায় "জাপাদ" বা পশ্চিম সামরিক মহড়া বিশাল আকৃতিতে অনুষ্ঠিত হয়েছে I তবে কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও, মস্কো নিয়মমাফিক মহড়ার গঠন সম্পর্কে কম করে জানিয়েছে।

নেটো'র মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ, রয়টার সংবাদ মাধ্যমকে জানান, রাশিয়াকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য আচরণ করতে হবে। "জাপাদ" সামরিক মহড়ার মূল পৰ্য্যায়টি সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হবার কথা ।

নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, "আমরা আগে যা দেখেছি তা হলো, মহড়ায় অংশ গ্রহণকারী সেনাদের সংখ্যা, যা ঘোষণা করা হয়েছে তার চাইতে উল্লেখযোগ্য হারে বেশি"I মহাসচিব ভিয়েনা দলিলের আওতায় মস্কোকে বাধ্যবাধকতা মেনে চলার আবেদন জানান, যে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইউরোপে সামরিক মহড়া পরিচালিত হয়I

নেটো জোটের ম্যাগাজিন, NATO REVIEW 'র জরিপ অনুযায়ী ২০১৭ সালের "জাপাদ" মহড়ায় ৬০ থেকে ৭০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল , তবে রাশিয়া মাত্র ১২,৭০০ সেনা মোতায়েনের কথা জানায়I

রাশিয়া, যারা বেলারুশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হবে, জানিয়েছে তাদের এই অঞ্চলে অধিকারের ভিত্তিতে, তারা মহড়া চালাবে এবং তাদের সেনা সংখ্যার ব্যাপারে তারা সুস্পষ্টI