কুনার প্রদেশ আল কায়েদা ও তালেবান জঙ্গীদের অভয়-আশ্রয় হিসেবে পরিগণিত হয়ে থাকে

আফগান ও জোটবাহিনী বলছে বিমান হামলায় আফগানিস্তানে তত্পর আল কায়েদার দ্বিতীয় অবস্থানের শীর্ষ নেতা নিহত হয়েছে ।

মঙ্গলবারের এক বিবৃতিতে জোটবাহিনী ঐ নিহত ব্যক্তিকে সাখার আত তাফি নামে সনাক্ত করেছে । সৌদি ঐ ব্যক্তি মুশতাক ও নাসীম নামেও পরিচিত বলে বলা হয় ।

নেটো বলছে – ঐ ব্যক্তি জোট ও আফগান বাহিনীর ওপর হামলা পরিচালনার নির্দেশ দান করতো ,আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রায় প্রায়ই যাতায়াত করতো । জোট বাহিনী বলছে , আত তাফি আল কায়েদার ওপর মহলের নির্দেশ-মোতাবেক কাজ করতো এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলের জঙ্গীদেরকে অস্ত্র সম্ভার সরবরাহ করতো । জোট বাহিনী বলছে , রবিবার কূনার প্রদেশের ওতাহপুর এলাকায় আরেক বিমান হামলায় আরেক আল কায়েদা সন্ত্রাসী নিহত হয় । বলা হয় , ঐ দুই জঙ্গীকে নিশ্চিতভাবে সনাক্ত করার পরই বিমান হামলা চালানো হয় – এবং অসামরিক কারো কোনো আঘাত লাগেনি এ হামলায় ।

কুনার প্রদেশ হলো পাকিস্তানের উত্তরপশ্চিমের উপযাতি এলাকায় , আফগানিস্তান সীমান্ত ঘেঁসা একটি অঞ্চল । আল কায়েদা ও তালেবান জঙ্গীদের জন্যে এটি একটি অভয়-আশ্রয় হিসেবে পরিগণিত হয়ে থাকে ।