যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ন্যাসা একটি মহাকাশ তথ্য সংগ্রহকারী নভোযান বা রোভার মঙ্গলগ্রহে অবতরণ করিয়েছে যার উদ্দেশ্য হচ্ছে ঐ গ্রহে সম্ভাব্য জীবনের অনুসন্ধান করা।
ন্যাসার Jet Propulsion Laboratory ‘র মিশন নিয়ন্ত্রকরা সোমবার সকালে উল্লাস প্রকাশ করেন যখন এটা নিশ্চিত হয় যে Curiosity, নামের এক টন ওজনের ঐ রোভারটি আট মাসব্যাপী সফর শেষে মঙ্গলগ্রহে গিয়ে অবতরণ করে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় , নিরাপদে এই অবতরণ নিশ্চিত করা গেল। এখন দেখতে হবে আমাদের এই কিউরোসিটি অর্থাৎ এই ঔৎসক্য আমাদের কোথায় নিয়ে যায়।
অবতরণের পর পরই ঐ যান থেকে তোলা প্রথম ছবিগুলি পৃথিবীতে পাঠানো হয়।
ঘন্টায় ২২ হাজার কিলেমিটার বেগে আসা ঐ কিউরসিটি যানটির গতি হ্রাস করার জন্যে দরকার পড়ে প্যারাশুট, রকেট থ্রাস্টার এবং একটি স্কাইক্রেনের। ন্যাসার বিজ্ঞানিরা এটিকে সব চেয়ে দূরহ অবতরণ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন যে কিউরসিটির এই সফল অবতরণ প্রযুক্তির অভুতপূর্ব সাফল্যকেই তুলে ধরছে যা কীনা ভবিষ্যতের জন্যে জাতীয় গৌরেবর ব্যাপার হয়ে থাকবে।
ন্যাসার Jet Propulsion Laboratory ‘র মিশন নিয়ন্ত্রকরা সোমবার সকালে উল্লাস প্রকাশ করেন যখন এটা নিশ্চিত হয় যে Curiosity, নামের এক টন ওজনের ঐ রোভারটি আট মাসব্যাপী সফর শেষে মঙ্গলগ্রহে গিয়ে অবতরণ করে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় , নিরাপদে এই অবতরণ নিশ্চিত করা গেল। এখন দেখতে হবে আমাদের এই কিউরোসিটি অর্থাৎ এই ঔৎসক্য আমাদের কোথায় নিয়ে যায়।
অবতরণের পর পরই ঐ যান থেকে তোলা প্রথম ছবিগুলি পৃথিবীতে পাঠানো হয়।
ঘন্টায় ২২ হাজার কিলেমিটার বেগে আসা ঐ কিউরসিটি যানটির গতি হ্রাস করার জন্যে দরকার পড়ে প্যারাশুট, রকেট থ্রাস্টার এবং একটি স্কাইক্রেনের। ন্যাসার বিজ্ঞানিরা এটিকে সব চেয়ে দূরহ অবতরণ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন যে কিউরসিটির এই সফল অবতরণ প্রযুক্তির অভুতপূর্ব সাফল্যকেই তুলে ধরছে যা কীনা ভবিষ্যতের জন্যে জাতীয় গৌরেবর ব্যাপার হয়ে থাকবে।