করোনা ভাইরাস জনিত অতিমারি ছড়িয়ে পড়ার এক বছরের মধ্যে ভারতে তৈরি প্রতিষেধক ও অন্যান্য ওষুধ আবিষ্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করেছেন। আজ শুক্রবার কাউন্সিল ফর সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সি এস আই আর-এর একটি সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন কোভিড অতিমারিকে ঠেকানোর জন্য সারা পৃথিবীতে বিজ্ঞানীরা চেষ্টা করছেন।
Your browser doesn’t support HTML5
ভারতীয় বিজ্ঞানীদের গবেষণা তার মধ্যে অবশ্যই প্রশংসার দাবি রাখে। মাত্র এক বছরের মধ্যে ভারতে তৈরি প্রতিষেধক বের করা গিয়েছে, সেই প্রতিষেধক সারা বিশ্বের নানা দেশে ব্যবহার করা হচ্ছে। মোদি বলেন, একটা সময় ছিল যখন ভারতের বিজ্ঞানীরা অন্যান্য বিজ্ঞানে উন্নত দেশের কাছ থেকে প্রযুক্তি নেওয়ার জন্য অপেক্ষা করতেন। এখন ভারত ও সেই সব দেশ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মানব কল্যাণে কাজ করছে। এটা ভারতীয় বিজ্ঞানীদের গবেষণামূলক কাজে অগ্রগতির জন্যই সম্ভব হয়েছে।