আমরা সবাই এই ভারতভূমির সন্তান,এই ভারতে কেউ বহিরাগত নয়- নরেন্দ্র মোদি

আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়।’ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নির্বাচনী জন সভা থেকে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত-তত্ত্বের সমালোচনা করেন তিনি। বলেন, ‘রবি ঠাকুরের, বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’তৃণমূল জমানায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্রমণ করেন নরেন্দ্র মোদি। বলেন, ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই।’

Your browser doesn’t support HTML5

আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়- নরেন্দ্র মোদি


নরেন্দ্র মোদি জানান, ‘স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান অনেক। সেই অবদানের স্বীকৃতি দেওয়া বিজেপির দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলার প্রত্যেক বাড়ি থেকে একটাই আওয়াজ আসছে। ২ মে দিদি যাচ্ছে, আসছে পরিবর্তন আসছে।’