মিয়ানমারে সেনাবাহিনীর সাথে স্থানীয় "প্রতিরোধ বাহিনীর" সংঘর্ষঃ ১০ জন নিহত

স্থানীয় সংবাদ সংস্থা মায়ালাত আথান থেকে দেয়া এই ছবিতে সেনাবাহিনীর মালিকানাধীন মাইটেল টেলিকমিউনিকেশন কোম্পানির একটি ধ্বংস হওয়া যোগাযোগ টাওয়ারের অংশ দেখা যাচ্ছে। ৭ সেপ্টেম্বর ২০২১।

শুক্রবার জান্তা জানিয়েছে মিয়ানমারের সেনারা এক দিনে সংঘর্ষে স্থানীয় "প্রতিরোধ বাহিনীর" বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে। স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঐ সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, ফেব্রুয়ারির অভ্যুত্থান এবং মতবিরোধের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে দেশটি অশান্ত অবস্থা বিরাজ করছে, যার ফলে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

কিছু এলাকায়, স্থানীয়রা প্রায়ই শিকারে ব্যবহৃত রাইফেল বা ঘরে তৈরি অস্ত্র ব্যবহার করে - "প্রতিরোধ" গঠন করে পাল্টা লড়াই করছে। সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় পিপল মিডিয়াকে বলেন, বৃহস্পতিবার পশ্চিম ম্যাগওয়ে অঞ্চলের মাইন থার গ্রামে প্রবেশের সময় জান্তার সৈন্যদের ওপর "ছোট অস্ত্র এবং ঘরে তৈরি বন্দুক" দিয়ে হামলা করা হয়। তিনি বলেন, স্থানীয় "পিপলস ডিফেন্স ফোর্সের" সদস্যদের খুঁজতে থাকা সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করে। সঠিক সংখ্যা তিনি জানাননি তবে জানান সৈন্যরা ২৩টি বন্দুক জব্দ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে মাইন থরের এক বাসিন্দা বলেন, "আমার গ্রামের ১০ জনেরও বেশি লোককে গুলি করে হত্যা করা হয়েছে।" তারা জানান, সংঘর্ষের পর সেনারা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেশী থার লিন গ্রামের এক বাসিন্দা জানান, সংঘর্ষের শব্দে স্থানীয়রা পালিয়ে যায় এবং স্থানীয় আশ্রমে বা জঙ্গলে আশ্রয় নিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১০ থেকে ১৫ জন স্থানীয় লোক নিহত হয়েছে। বেসামরিক মিলিশিয়া এবং সামরিক বাহিনীর সংঘর্ষ মূলত গ্রামাঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু জুন মাসে দেশের দ্বিতীয় শহর ম্যান্ডাল্যেতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছয়জন মারা যায়।

মঙ্গলবার সেনাবাহিনীর মালিকানাধীন প্রায় এক ডজন যোগাযোগের টাওয়ার ধ্বংস করা হয়েছে। একই দিনে অভ্যুত্থান প্রত্যাহারের জন্য কাজ করা ছায়া সরকার "জুনতার বিরুদ্ধে জনগণের প্রতিরোধমূলক যুদ্ধের" আহ্বান করে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি যারা নিজেদেরকে দেশের বৈধ সরকার বলে দাবি করে, দলটি আত্মগোপনে বা নির্বাসনে ভিন্নমতাবলম্বী আইনপ্রণেতাদের নিয়ে গঠিত এবং দলের অনেক সদস্যরা ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চির দলের লোক। ২০২০ -এর শেষের দিকে নির্বাচন, যেটিতে সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জিতেছিল, ঐ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জুনতা ক্ষমতা দখল করে বলে তারা ব্যাখ্যা দেয়।