মিয়ানমারে কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে

RTX1K1QZ 12 Jul. 2015 Yangon, Myanmar Workers march during a protest to demand for minimum wage in Hlaing Tharyar industrial zone in Yangon July 12, 2015. Workers from the industrial zone took part in the demonstration on Sunday to demand a minimum wage o

রবিবার মিয়ানমারে শত শত কর্মী প্রতিবাদ বিক্ষোভ করে সরকার ন্যুনতম বেতন বৃদ্ধি অনুমোদন করুক সেই দাবি জানিয়।

কর্মীরা দেশের সর্ব বৃহত শহর ইয়াংগুনে একটি শিল্পন্নত এলাকার বাইরে মিছিল করে এবং প্রাত্যহিক ন্যূনতম বেতন ৩ ডলার চুয়ান্ন সেন্ট করার দাবি জানায়। গত মাসে জাতীয় ন্যুনতম বেতন কমিটি যে ৩ ডলার ১৮ সেন্ট ন্যুনতম বেতন করার প্রস্তাব দিয়েছিলো তার চাইতে তা অনেক বেশি। জাতীয় ন্যুনতম বেতন কমিটি সরকার মালিক পক্ষ ও কর্মীদের সঙ্গে আলোচনা করে ওই প্রস্তাব দেয়।

বর্তমানে মিয়ানমারে ন্যুনতম প্রত্যহিক বেতন হচ্ছে ২ ডলার ৬৫ সেন্ট।