যুক্তরাষ্ট্রে খৃষ্টান সিরিয় শনার্থীদেরকে গ্রহণ করার প্রস্তাব

যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্যে রেপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডনাল্ড ট্রাম্পের এই যে মুসলিমদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করার প্রস্তাব এবং এরও আগে রেপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রার্থী টেড ক্রুযের যে প্রস্তাবে উল্লেখ করা হয় যে কেবলই খৃষ্টান সিরিয় শরণার্থীদেরকে গ্রহণ করা হোক – এ দু’টোরই, দেশের স্বচ্ছ আধিকারিক বৈধভাবে, এমনকি কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে হলেও নির্দেশ দিতে পারেন কিনা – এ জিজ্ঞাসার জবাবে যুক্তরাষ্ট্রের টেনেসী রাজ্যের ভ্যান্ডারবিল্ট য়ুনিভার্সিটীর প্রফেসার সুজান শেরী বলেন- এতে সংবিধান লঙ্ঘিত হবে – ধর্মের ভিত্তিতে বৈষম্য সংবিধানে নিষিদ্ধ করা রয়েছে।


য়ুনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-ডেভিসের আইন পর্ষদের ডীন কেভিন আর জনসন বলেন- ট্রাম্পের এ গোলযোগপূর্ণ প্রস্তাব চতুর্দশ সংশোধনীর সমান সুরক্ষার অধিকারকে ভঙ্গ করতে পারে। ইয়েল য়ুনিভার্সিটির আইনের অধ্যাপক আখিল রিড আমার বলছেন- ডনাল্ড ট্রাম্প ধর্মের নিরিখে আমাদের মাঝে বিভাজন আনতে চাইছেন।