হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন পদদলিত হয়ে অন্তত আটজন নিহত এবং ডজন খানেক আহত হওয়ার ঘটনায় অন্তত দু’টি মামলার তদন্ত চলছে। যার মধ্যে একটি ফৌজদারি মামলা রয়েছে।
হিউস্টনের কর্মকর্তারা বলেছেন, শুক্রবারের ওই ঘটনায় নিহতদের ময়না তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব করা হচ্ছে, যাতে মৃতদেহগুলি পরিবারের সদস্যদের কাছে দ্রুত ফেরত দেওয়া যেতে পারে। মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় রবিবার প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার শনিবার সাংবাদিকদের বলেছেন: নিহতদের সবাই ছিল বয়সে তরুণ; এদের মধ্যে দু’জনের বয়স ১৪ এবং ১৬ বছর, দু’জনের বয়স ২১, অন্য দু’জনের বয়স ছিল ২৩, এবং ২৭ বছর।
নিহত অষ্টম একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিলডাগো ভয়াবহ এই ট্র্যাজেডির একটি “বস্তুনিষ্ঠ ও স্বাধীন” তদন্তের আহ্বান জানিয়েছেন। র্যাপ উৎসবে উপস্থিত ৫০,০০০ ভক্ত অনুরাগীরা আতঙ্কে ছত্রভঙ্গ হওয়ার সময় পদদলিত হবার ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
শনিবার টুইটারে প্রকাশিত একটি ৯০ সেকেন্ডের এক ভিডিওতে, স্কট বলেন, মঞ্চে থাকাকালীন “আমি পরিস্থিতির ভয়াবহতা কল্পনা করতে পারিনি”। তিনি নিজেকে এই ঘটনায় “একেবারে বিধ্বস্ত” বলে বর্ণনা করেছেন।
শ্রোতাদের মধ্যে কেউ একজন মানুষকে মাদক ইনজেকশন দিচ্ছে--এমন প্রতিবেদনের পর, হিউস্টন শহরের পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেছেন, তাঁর বিভাগ হত্যাকাণ্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক গোয়েন্দাদের দ্বারা একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
হিউস্টনের এনআরজি পার্কে দুই দিন ব্যাপী উত্সবের উদ্বোধনী দিনে গ্র্যামি এ্যাওয়ার্ড মনোনীত গায়ক এবং প্রযোজক স্কটের পারফরম্যান্সের সময় ঘটনাটি ঘটে। ওই বিপর্যয়ের পর বাকি উত্সব বাতিল করা হয়েছে।