মূলার রিপোর্টে এ রকম আভাস রয়েছে যে ট্রাম্প এই বিশেষ কৌসুলিকে অপসারণের চেষ্টা করেছিলেন

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে বিশেষ কৌসুলি রবার্ট মূলারের সদ্য প্রকাশিত রিপোর্টে এ রকম আভাস দেয়া হয়েছে যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মূলার জোর করে অপসারণ করতে চেয়েছিলেন।

কিছুটা উহ্য রাখা চার শ পাতার এই রিপোর্ট প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার যাতে বলা হয়েছে যে ২০১৭ সালের জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউজের উপদেষ্টা ড ম্যাকঘানকে বলেছিলেন যে তিনি যেন স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করে মূলারকে অপসারণ করার কথা বলেন।

রিপোর্টে বলা হয় যে ম্যাকঘান সেই নির্দেশ পালন করেননি বরঞ্চ সিদ্ধান্ত নেন যে তিনি পদত্যাগ করবেন।

এই রিপোর্টটি সর্বসাধারনের কাছে প্রকাশ পাবার আগেই বার সংবাদদাতাদের জানান যে এতে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্কোর সঙ্গে যোগসাজশের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে

(২) MUELLER REPORT - MAIN,

এবং বলেন যে পরে দায়িত্ব নেয়ার পর এই তদন্তে বাধা দেয়ার ব্যাপারে ট্রাম্পের এমন কোনই অসাধু লক্ষ্য ছিল না।

ট্রাম্প নিয়োজিত বার বলেন যে প্রেসিডেন্ট এমন কোনই পদক্ষেপ নেননি যা মুলারকে তাঁর তদন্ত সম্পন্ন করার জন্য নথিপত্র ও সাক্ষী সংগ্রহ থেকে বঞ্চিত করতো।

বার বলেন , ট্রাম্পের কর্মকান্ড বাধা প্রদানমূলক ছিল কীনা , তাঁর অসাধু উদ্দেশ্য যে ছিল না তার পক্ষে এই প্রমাণ তার বিরুদ্ধে তদন্তে বাধা দানের অভিযোগকে নাকচ করে দেয়।

বার বলেন মূলার এ রকম কোন প্রমাণ পাননি যে ট্রাম্পের নির্বাচনী সপ্রচার অভিযানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিসহ কোন আমেরিকান রুশ সরকারের সঙ্গে ষড়যন্ত্র বা সমন্বয় করেছিল যাতে করে ট্রাম্পকে হিলারি ক্লিন্টনের বিপক্ষে জয়লাভে সাহায্য করা যায়।