বুদ্ধিজীবী দিবস পালিত
শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর আবেগে জাতি স্মরণ করেছে তার শ্রেষ্ঠ সন্তানদের। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকশ দল সশস্র সালাম জানায়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো এলাকা। পরে বিকালে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার দিকে ইংগিত করে বলেন, বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তাদেরকে যে মন্ত্রী বানায় সে কোন মুখে শ্রদ্ধা জানাতে যায়। মানুষের সঙ্গে তামাশা করা ছাড়া আর কী?
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সবকিছু মোকাবেলা করেই আমরা এগিয়ে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা করবে। মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগিরা পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, লেখকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের অনেকের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। রায়েরবাজার বধ্যভূমিতে আজ শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে সারাদেশেই।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: